জাতীয়

বিদেশফেরতদের জন্য 'করোনা নেগেটিভ সনদ' বাধ্যতামূলক হচ্ছে

বিদেশ থেকে আসা সব যাত্রীর করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। এ বিষয়ে দু-একদিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম। বিমানবন্দরে শিগগির বিদেশগামী যাত্রীদের জন্য নতুন করে আরো চারটি থার্মাল স্ক্যানার বসানো হবে বলেও জানিয়েছেন তিনি।

রবিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সভা শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

বর্তমানে বিদেশ থেকে কভিড নেগেটিভ সনদ ছাড়া কেউ এলে তাকে প্রাতিষ্ঠানিক কোয়োরেন্টিনে রাখা হয়। কিন্তু সনদ বাধ্যকতামূলক না হওয়ায়, করোনা আক্রান্ত হওয়ার তথ্য লুকিয়ে অনেকে দেশে আসছেন।

বিমানবন্দরের হটলাইনের তথ্য অনুসারে সার্টিফিকেট ছাড়াই প্রতিদিন দেশে আসছেন ১৫০-২০০ যাত্রী। এ অবস্থায় বিদেশফেরত যাত্রীদের জন্য কভিড নেগেটিভ সনদ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আর কোয়ারেন্টিন ক্যাম্পের ওপর চাপ কমাতে সেখানেই করোনা স্যাম্পল বুথ ও র‌্যাপিড করোনা টেস্টে করার ব্যবস্থা করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম জানান, বিদেশ থেকে যারা আসছেন তারা অবশ্যই করোনার নেগেটিভ রিপোর্ট নিয়ে আসবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলেছি, তারা সবার জন্যই এটা বাধ্যতামূলক করে দেবে। আজকালকের মধ্যে প্রজ্ঞাপন জারি করবে।

শেয়ার করুন:

এই পোস্টটি প্রকাশিত হয় ১৬ নভেম্বর ২০২০, ১০:০৪ পূর্বাহ্ণ ১০:০৪ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সর্বশেষ সংবাদ

  • স্বাস্থ্য

ঘন ঘন প্রস্রাব প্রতিকারে হোমিও চিকিৎসা

ঘন ঘন প্রস্রাব হল স্বাভাবিকের চেয়ে অতি মাত্রায় প্রস্রাবের চাপ বা প্রস্রাব করা। একজন প্রাপ্তবয়স্ক…

৮ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

তরমুজ খাওয়ার পর কোন ভুলে পেট ফুলে ওঠে?

বাজারে এখন তরমুজের ছড়াছড়ি। গ্রীষ্মকালীন এই ফল সবারই প্রিয়। বিশেষ করে রমজানে এই ফলের কদর…

৬ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ণ
  • লাইফস্টাইল

নোংরা শৌচাগার থেকে মূত্রাশয়ের সংক্রমণ

মূত্রাশয় বা মূত্রথলিতে ব্যাক্টেরিয়ার সংক্রমণ প্রদাহ ও অস্বস্তি বাড়ায়। লক্ষণের মধ্যে রয়েছে- প্রস্রাবে জ্বালাপোড়া, ঘন…

২৬ মার্চ ২০২৪, ১:০২ অপরাহ্ণ