গয়না

ঘর পরিষ্কার করতে গিয়ে গয়না ভর্তি ব্যাগ ফেলে দিলেন নারী

বেশিরভাগ নারীরই গয়না খুব প্রিয়। সেটা স্বর্ণের হলে তো কথায় নেই। প্রিয় এই জিনিসগুলো সাবধানে আগলে রাখেন তারা। তবে এক নারী করলেন উল্টোটা। দীপাবলি উপলক্ষে ঘর পরিষ্কার করতে গিয়ে গয়নার ব্যাগই ফেলে দিলেন তিনি। ভারতের পুনেতে এ ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি দীপাবলি উপলক্ষে ঘর পরিষ্কার করছিলেন রেখা সেলুকার নামের ওই নারী। অপ্রয়োজনীয় জিনিস ফেলার পাশাপাশি তিনি ভুল করে তিন লাখ টাকা মূল্যের গয়নাভর্তি ব্যাগ আবর্জনার সঙ্গে ফেলে দেন। এরপর পরিচ্ছন্নতাকর্মীরা এসে সব নিয়ে চলে যায়।

ঘণ্টা দুয়েক পর বিষয়টি টের পান তিনি। এরপর স্থানীয় সমাজকর্মী সঞ্জয় কুটের সঙ্গে যোগাযোগ করেন সেলুকার পরিবার। সঞ্জয় কুটে যোগাযোগ করেন পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে।

এরপর দেখা যায়, আর্বজনা গাড়িটি ওই এলাকায় নেই। সেটা ইতোমধ্যে জঞ্জাল ফেলার জায়গায় চলে গেছে। পরে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর সুশীল মালাইয়িকে বিষয়টি জানানো হয়। হেমন্ত লাখান নামে এক কর্মীকে সেটি খুঁজে বের করার দায়িত্ব দেন তিনি। সেলুকার পরিবারও ওই স্থানে চলে যায়। শেষ পর্যন্ত লাখানের প্রচেষ্টাতেই ব্যাগটির সন্ধান মেলে।

তিন লক্ষাধিক টাকার গয়না ফিরে পেয়ে উচ্ছ্বসিত সেলুকার পরিবার। প্রত্যেককে ধন্যবাদও জানান তারা। তবে ঘটনার সময় একটু দেরি হলেই হয়তো সব গয়না আবর্জনার সঙ্গেই মিশে যেত।

শেয়ার করুন: