ইরান

ইরানে করোনায় একদিনে রেকর্ডসংখ্যক মানুষের মৃত্যু

করোনাভাইরাসে ইরানে একদিনে রেকর্ডসংখ্যক ৪৬২ রোগী মারা গেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সীমা সাদাত লারি এ তথ্য জানিয়েছেন। তিনি গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার পর এ প্রথম দেশে একদিনে এত বেশিসংখ্যক মানুষের মৃত্যু হলো। সীমা সাদাত লারি জানান, নতুন ৪৬২ জনের মৃত্যুর ফলে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৯ হাজার ৬৬৪ জনে। খবর তাসনিম নিউজের।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ৭৮০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন, যার মধ্যে তিন হাজার ৩৩৯ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

সীমা সাদাত জানান, এ পর্যন্ত ইরানের ৭ লাখ ১৫ হাজার ৬৮ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, যার মধ্যে পাঁচ লাখ ৩৬ হাজার ১০৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। হাসপাতালে ভর্তি ৫ হাজার ৬০০ একজন রোগী মারাত্মক অবস্থায় রয়েছেন, যাদের ইনটেনসিভ কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

শেয়ার করুন: