পটুয়াখালীতে করোনা বিষয়ক পর্যালোচনা সভা

পটুয়াখালীতে করোনা বিষয়ক পর্যালোচনা সভা

পটুয়াখালী জেলার করোনা পরিস্হিতি সংক্রান্ত পর্যালোচনা সভা ১১জুলাই শনিবার দুপুর ১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলাপ্রশাসক এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড.আহমদ কায়কাউস।

অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান (সরকারের সচিব) মোঃ সামছুর রহমান ও বরিশালের বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন, শেখ হাসিনা সেনা নিবাস এর সিও লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, পটুয়াখালীর জেলা পুলিশ সুপার মোঃ মঈনুল হাসান,পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান মোঃখলিলুর রহমান মোহন,জেলা সিভিল সার্জন মোঃ জাহাঙ্গীর আলম, পটুয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.গোলাম সরোওয়ার, পটুয়াখালী পৌর সভার মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল। এ সভায় সভাপতিত্ব করেন, মোঃ মতিউল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসক, পটুয়াখালী।

সভায় পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়ত উদ্দিন, জেলা ম্যাজিস্টেট জিএম সরফরাজ ও পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী সহ জেলা প্রসাশনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: