IMG 20200623 154902 scaled e1592938132651

খাদ্যর কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

মোঃ কামরুজ্জামান হেলাল,পটুয়াখালী করসপন্ডেন্ট। পটুয়াখালীতে অভ্যন্তরীন ধান-চাল সংগ্রহ, খাদ্য বান্দ্বব কর্মসূচি, ওএম এসসহ বিতরন ব্যবস্হা বিষয়ে খাদ্য বিভাগের মাঠ প্রর্যায়ের কর্মকর্তা ও মিলারদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন মঙ্গলবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, পটুয়াখালীর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা খাদ্যনিয়ন্রক বিএম মোঃশফিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষন অফিসার মোঃরফিকুল ইসলাম, সাংবাদিক জালাল আহমেদ,পটুয়াখালী সদর উপজেলা কৃষি অফিসার মার্জিনা আরা মুক্তা,বাউফল উপজেলা খাদ্য নিয়ন্রক মোঃ সিদ্দিকুর রহমান, কলাপাড়া খাদ্য গুদামের ওসি এল এসডি মনিরুজ্জামান, কোহিনূর অটো রাইস মিল লিঃএর এমডি দেলোয়ার হোসেন ও পিস অটো রাইস মিলের প্রোপাইটার ইশাকুর রহমান জাফর প্রমুখ।

শেয়ার করুন: