বাজেটে দাম কমছে

বাজেটে যেসব পণ্যের দাম কমছে

সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড়ে ৩টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

আসন্ন বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। এ বাজেটে স্বাস্থ্য খাতে মোট বাজেটের ৭ দশমিক ২ শতাংশ অর্থাৎ ৪১ হাজার ২৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতি ধরা হচ্ছে এক লাখ ৯০ হাজার কোটি টাকা।

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যে পণ্য ও সেবার দাম কমছে- মাস্ক, হ্যান্ডগ্লাবস, পিপিই, স্যানিটাইজার, চিনি, রসুন, প্লাস্টিক পণ্য, কাগজ, সোলার ব্যাটারি, দেশীয় শর্ষের তেল, আমদানি করা স্বর্ণ, জুতা তৈরির কাপড়, আইসিইউ, কৃষি যন্ত্রপাতি, কম্প্রেসারের কাঁচামাল, সয়াবিন তেল, ডিটারজেন্ট, আইসিইউ, কৃষি যন্ত্রপাতি, সোলার ব্যাটারি, সৌরবিদ্যুৎ, এলপিজি সিলিন্ডার, দেশে উৎপাদিত মোবাইল, মোটরসাইকেল, ফ্রিজার, এয়ার কন্ডিশনার, স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার।

শেয়ার করুন: