পটুয়াখালীতে জেলাপ্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিত্তবান ও দানশীলদের তরফ হতে অসহায়, দুস্থ, কর্মহীন ও নিম্ন আয়ের মানুষ জন এবং বিভিন্ন সংস্থার সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হলেও এ পর্যন্ত একটি ইউনিয়ন ও আরেকটি সমিতির ৩ শতাধিক সদস্যদের ভাগ্যে কিছুই জোটেনি।
জানাযায়, পটুয়াখালী সদর উপজেলা বস্ত্র দোকান কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং- ২০৪২ খুলনা) ও পটুয়াখালী টেইলার্স কারিগর সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ৮ এপ্রিল থেকে জেলাপ্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পটুয়াখালী পৌরসভার মেয়র এর সাক্ষাৎ প্রার্থী হয়ে তাদের দুঃখের কথা জানিয়েও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন প্রকার সহায়তা পায়নি।
ফলে তারা মানবেতর জীবন যাপন করছে। এব্যাপারে পটুয়াখালী সদর উপজেলা বস্ত্র দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সুশীল দেবনাথ বলেন, আমারা তিন দিন ধরে নাখেয়ে পটুয়াখালী পৌরসভা চত্বরে দারিয়ে আছি। তবুও আমার কিছুই পাইনি। এ বিষয় বিডিভিউ ২৪.কম কে পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন, এই মুহূর্তে বস্ত্র ইউনিয়নের জন্য কিছু করতে পারবো না।