সাম্প্রদায়িক সম্প্রীতি

সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল বাংলাদেশ

বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সনাতন সম্প্রদায়ের সরস্বতী পূজা উদযাপনে এ অনুষ্ঠানের আয়োজন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

প্রধান বিচারপতি বলেন, ‘আমাকে এ ধরনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। প্রতিবছর আইনজীবী সমিতির উদ্যোগে এমন সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সব বিচারপতিদের অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয় এবং তারা সবাই উপস্থিত হন। এতে প্রমাণ হয় বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি রোল মডেল কান্ট্রি (দেশ)। সুতরাং আমি বলবো এ অনুষ্ঠান সামনের বছর আরও ভালোভাবে হবে।’

সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘বর্তমান আইনজীবী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক পূজা উদযাপন অনুষ্ঠানে পরিপূর্ণ সহযোগিতা দিয়ে থাকেন এবং আগামীতেও সহযোগিতা অব্যাহত রাখবেন, আমি এই প্রত্যাশা ব্যক্ত করছি।’

প্রধান বিচারপতি আরও বলেন, ‘প্রতি বছর এই অনুষ্ঠান আমি দীর্ঘ সময় বসে থেকে উপভোগ করি। আমাদের আপিল বিভাগের বিচারপতি জিনাত আরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাকে দেখতে যাব। তাই আজ স্বল্প সময় ছিলাম বলে আমি দুঃখিত।’

পরে সরস্বতী পূজা উদযাপন অনুষ্ঠানে শিশুশিল্পীরা গান পরিবেশন করে।

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: