পরীক্ষা

যেভাবে জানা যাবে জেএসসি-জেডিসি'র ফল

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) সমাপনী পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ।

শিক্ষার্থীরা অনলাইনে জানতে পারবে পরীক্ষার ফল। এসএমএসের মাধ্যমে জেএসসির ফল জানতে JSC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। জেডিসির ক্ষেত্রে একই নিয়মে শুধু JSC-এর জায়গায় JDC লিখতে হবে। এরপর ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

শেয়ার করুন: