মা-ছেলে

শনিবারের মতোই থাকতে পারে রোববারের শীত

তীব্র শীতে ভুগছে দেশ। শনিবারের (২১ ডিসেম্বর) মতো রোববারও (২২ ডিসেম্বর) প্রায় একই অবস্থা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তার পরবর্তী দুদিন তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এর পরের ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও জানায় আবহাওয়া অফিস।

ঢাকায় শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর দেশে সর্বনিম্ন তাপমাত্রা ফরিদপুরে ১০ দশমিক ১ ডিগ্রি এবং সর্বোচ্চ টেকনাফে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রোববার সূর্য উদয় হবে ভোর ৬টা ৩৭ মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে।

শেয়ার করুন: