এনআরসি

'হাল্লা বোল' শ্লোগানে উত্তাল মুম্বাই, আজাদির ডাক

'এনআরসি পে হাল্লা বোল, সিএবি পে হাল্লা বোল' কিংবা 'এনআরসি সে আজাদি, সিএবি সে আজাদি' শ্লোগানে মুখর ভারতের মুম্বাই। তিন বছর আগের বাম ছাত্রনেতা কানহাইয়া কুমারের ‘আজাদি’র সঙ্গেই শোনা গেল তিন দশক আগে খুন হওয়া বামপন্থী নাট্যকার সফদর হাসমির ‘হাল্লা বোল’। অভিনেত্রী স্বরা ভাস্করের তোলা শ্লোগানে এবার গলা মিলিয়েছে ভিড়ে ঠাসা আগস্ট ক্রান্তি ময়দান।

নরেন্দ্র মোদি সরকারের নাগরিক পঞ্জি এবং নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতায় বৃহস্পতিবার সন্ধ্যায় আগস্ট ক্রান্তি ময়দানের সভায় বক্তারা সকলেই এই বিভেদমূলক নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। এ সভার মূল উদ্যোক্তারা হলেন মুম্বাইয়ের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়-উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। তাদের সঙ্গে হাত মিলিয়ে সমাবেশের ডাক দিয়েছিল একাধিক সংগঠনও। সেখানেই সুশৃঙ্খলভাবে সরকারের নীতিতে ক্ষুব্ধ জনতার মাঝে দাঁড়ানো টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্স (টিআইএসএস) এর ছাত্র ফাহাদ আহমেদের সঙ্গেই গলা মিলিয়েছেন মোদি সরকারের নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতা করে ‘সাবধান ইন্ডিয়া’ অনুষ্ঠানের সঞ্চালকের চাকরি খোয়ানো অভিনেতা সুশান্ত সিংহ।

সরকারের নীতির বিরুদ্ধে মুখ খুলেছেন ফারহান আখতার, জাভেদ জাফরি, আদিতি রাও হায়দরি, হুমা কুরেশি, পরিচালক কবীর খান, মিনি মাথুর, নিখিল আডবাণী, অনুভব সিনহা, অনুরাগ কাশ্যপ, রাহুল বোস, রাহুল ঢোলাকিয়া-সহ রূপোলি জগতের একাধিক পরিচিত মুখ। কয়দিন আগেই জামিয়া মিলিয়ায় পুলিশি তাণ্ডবের পরে মুম্বইয়ের তারকাদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেটিজেনরা। সূত্র: আনন্দবাজার

শেয়ার করুন: