news pic

পটুয়াখালীতে দু’বিচারকের স্মরণসভা

কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী।

পটুয়াখালীতে সাবেক সিনিয়র সহকারী জজ স্বর্গীয় জগন্নাথ পাঁড়ে ও শহীদ সোহেল আহম্মেদ এর ১৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে “স্মরণ সভা” অনুষ্ঠিত হয়েছে।

পটুয়াখালী জেলা জজ আদালত এর সম্মেলন কক্ষে ১৪ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪.৩০ মিনিটের সময় বিচার বিভাগ, পটুয়াখালী’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে পটুয়াখালীর জেলা ও দায়রা জজ রোখসানা পারভীন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পটুয়াখালীর বিশেষ জেলা ও দায়রা জজ আবু নাসের মোঃ জাহাঙ্গীর আলম ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জামাল হোসেন।

এ ছাড়াও এ সময় আরও বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্জ্ব মোঃ গোলাম আহাদ ও পটুয়াখালীর বিজ্ঞ জি.পি এম. শাহাবুদ্দিন এবং পটুয়াখালী জেলা জজ আদালতের নেজারত বিভাগের জারীকারক আঃ গফফার প্রমুখ।

আলোচনা সভায় বিচারকদের নিরাপত্তার বিষয়টি উঠে আসে এবং নিরাপত্তার বিষয়টি গুরুত্বারোপ করা হয়।