বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে প্রানণাশের হুমকি ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে মামলা করা হয়েছে। বুধবার দুপুর ১২টার খুলনা মহানগর হাকিম- ক অঞ্চলের আমলি আদালতের বিচারক শহিদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে তদন্তের আদেশ দেন। আদালত খুলনা থানাকে তদন্তের আদেশ দিয়েছেন। দুদুর বিরুদ্ধে মামলা করেন খুলনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত অধিকারী।
জানা যায়, একটি টেলিভিশনের টকশোতে প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে উল্লেখ করে দুদুর বিরুদ্ধে অভিযোগ করেন খুলনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত অধিকারী। আজ আদালত মামলাটি আমলে নিয়ে খুলনা থানাকে তদন্তের আদেশ দেন।
মামলার এজাহারে বলা হয়, গত ১৬ সেপ্টেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে দুদু বলেন, যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছে সেভাবে শেখ হাসিনা বিদায় হবে। দুদু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত এবং হত্যার হুমকি প্রদান করেছেন। এর আগেও প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে বলেও এজহারে উল্লেখ করা হয়েছে।