খালেদা জিয়ার প্রশংসায় রেজা কিবরিয়া

খালেদা জিয়ার সাহসের প্রশংসা করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এএমএস কিবরিয়ার ছেলে ও গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া। রোববার বিকালে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বিএনপির উদ্যোগে এক আলোচনা সভায় এ প্রশংসা করেন তিনি।

ড. রেজা কিবরিয়া বলেন, আমি বলব, উনার (জিয়াউর রহমান) স্ত্রী খালেদা জিয়ার সাহস আমাকে ইম্প্রেস করেছে। শারীরিক সব কিছু অতিক্রম করে মনোবল দিয়ে উনি কীভাবে এখনও লড়াই করছেন অন্যায়ের বিরুদ্ধে। আমি উনাকে স্যালুট জানাই।

আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, জেএসডির সভাপতি আসম আবদুর রব, গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক, জমিয়তে উলামায়ে ইসলামের আমীর মাওলানা রকিবউদ্দিন আহমেদ, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা নূর হোসেইন কাসেমী, এলডিডির রেদোয়ান আহমেদ, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার খোন্দকার লুৎফর রহমান, ডিএলের সাইফুদ্দিন মনি, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল প্রমুখ বক্তব্য দেন। সভা পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম।

শেয়ার করুন: