২৯ জুলাই শুরু হতে পারে ঈদ ট্রেনের আগাম টিকিট বিক্রি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রেলের আগাম টিকিট বিক্রি ২৯ জুলাই থেকে শুরু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আজ সোমবার (১৫ জুলাই) রেলওয়ের একটি সূত্রে এ তথ্য জানা যায়। তবে বিষয়টি নিশ্চিত করতে পারেনি সূত্রটি।

রেল সূত্র জানায়, ঈদুল ফিতরের মতো আসন্ন ঈদুল আজহায়ও রাজধানীর পাঁচ স্টেশন থেকে আগাম টিকিট বিক্রি করা হবে। এগুলো হলো কমলাপুর, বিমানবন্দর, বনানী, তেজগাঁও ও ফুলবাড়িয়া (পুরাতন রেলভবন)।

সূত্র আরো জানায়, সম্প্রতি ঈদ ব্যবস্থাপনা নিয়ে রেলভবনে একটি বৈঠক হয় শীর্ষ কর্মকর্তাদের। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৯ জুলাই ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। চলবে ২ আগস্ট পর্যন্ত।

এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে বলে রেলওয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান জানিয়েছেন।

শেয়ার করুন: