বিশেষ অনুরোধের পর ও এরশাদের বাসভবনে ঢুকতে দেওয়া হয়নি বিদিশাকে!

টানা ১০দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে থাকার পর রোববার মৃত্যুবরণ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ।

তার মৃত্যু সংবাদ পেয়ে রোববার রাতেই ভারতের আজমীর শরীফ থেকে ঢাকায় আসেন সাবেক স্ত্রী বিদিশা। এরপর সোমবার সকালে সোয়া সাতটার দিকে তিনি এরশাদের বারিধারা ‘প্রেসিডেন্ট পার্ক’র বাসভবনে সন্তান এরিককে দেখতে গেলে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

বিদিশা জানান, প্রেসিডেন্ট পার্ক’র নিরাপত্তাকর্মী ও দলের কিছু কর্মী তার সাথে এমন আচরণ করেছে। তিনি তাদের কাছে জানতে চান, আমি কি তবে আমার সন্তানকে দেখতে পারবো না?

তিনি বলেন, আমার ছেলে এরিকের অবস্থা ভাল না। আমি কিছুই চাই না। আমার সন্তানকে দেখতে চাই। সে ভালো নেই। সে একা রয়েছে। কান্নাকাটি করছে। তার সাথে দেখা করতে দেন।

এমন অনুরোধ করার পরও তারা বিদিশাকে ঢুকতে দেননি। এদিকে বিদিশা এরশাদ আজ (সোমবার) বিকাল সাড়ে তিনটায় গুলশান -১-এ বিদিশা ফাউণ্ডেশনের অফিসে সংবাদ সম্মেলন করবেন।

শেয়ার করুন: