তোফায়েল

এরশাদ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন : তোফায়েল

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে এরশাদের জানাজা শেষে তিনি এ কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, ‘অতীত বাদ দিলে এরশাদ রাজনীতিতে সফলতার সঙ্গে টিকে ছিলেন এবং দল পরিচালনা করেছেন। নেতা হিসেবে তিনি দলের কাছে ভালো ছিলেন। আমরা তার মৃত্যুতে শোকাহত।’

আওয়ামী লীগের এ সিনিয়ির নেতা বলেন, আমরা নিজেরাও ভালো-মন্দ মিলিয়ে মানুষ। তার যেমন ভালো গুণ আছে, তেমনি ব্যর্থতাও আছে। সুতরাং কেউ মৃত্যুবরণ করলে তার গুণাবলি তুলে ধরা প্রয়োজন। এরশাদ ব্যক্তিগত জীবনে বিনয়ী ও মার্জিত ছিলেন বলে মন্তব্য করে তিনি আরো বলেন, জাতীয় সংসদের সবগুলো বক্তব্য তিনি মার্জিত ভাষায় দিয়েছেন। সব সময় তিনি গঠনমূলক সমালোচনা করেছেন। যাই হোক, তিনি যেন জান্নাতবাসী হোন সেই কামনাই করি।

শেয়ার করুন: