Monir-Hosen-Mridha

কমলাপুর ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয়ী

মো: কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী।

শান্তিপূর্ন পরিবেশে পটুয়াখালীর কমলাপুর ইউপি নির্বাচনসম্পান্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ৯টায় এ ভোট শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়।

নির্বাচনে সতন্ত্রপ্রার্থী মো: মনির রহমান মৃধা (আনারস) ৩৯১৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব আবদুস ছালাম মৃধা (চশমা) ২৬৩৯ ভোট পেয়েছেন।

একই দিন পটুয়াখালী সদর উপজেলার নবগঠিত ভূরিয়া ইউপির ৯টি সাধারণ ওয়ার্ড এবং ৩টি সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ভুরিয়া ইউপিতে অন্য কোনও চেয়ারম্যান প্রার্থী না থাকায় এরইমধ্যে রুবেল আহম্মেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন: