মহিপুর ইউপি

পিতার পক্ষে নির্বাচনের মাঠে সরকারি দু’কর্মকর্তা

মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী :

পটুয়াখালীর ৫নং কমলাপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী পিতার পক্ষে মাঠে নেমে পড়েছে দু’সরকারি কর্মকর্তা।

জানা যায়, আসন্ন কমলাপুর ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুস ছালাম মৃধার দু’পুত্র সরকারি চাকুরিজীবি হয়েও পিতার পক্ষে নির্বাচনী মাঠে রয়েছে। আব্দুস ছালাম মৃধার পুত্র ইঞ্জিনিয়ার সাইফুজ্জামান চুন্নু উপ সহকারী প্রকৌশলী পদে গনপূর্ত অধিদপ্তর, আগারগাঁও ঢাকায় এবং মোঃ নান্নু বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন পটুয়াখালী জেলা অফিসে উপ সহকারী পরিচালক পদে কর্মরত রয়েছেন।

সূত্রে আরও জানা যায়, নির্বাচন কমিশন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরন বিধিমালা প্রজ্ঞাপন ২২ এর ১ এ রয়েছে কোন সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনি এলাকায় প্রচারনায় বা নির্বাচনি কার্যক্রমে অংশ গ্রহন করিতে পারিবেন নাঃ এ ছাড়াও উক্ত প্রজ্ঞাপনের ২ এ আরও উল্লেখ রয়েছে নির্বাচন-পূর্ব সময়ে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাহার পক্ষে অন্য কোন ব্যক্তি সরকারি কর্মকর্তা বা কর্মচারীগনকে ব্যবহার করিতে পারিবেন না।

ইঞ্জিনিয়ার সাইফুজ্জামান চুন্নু’র কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি ব্যস্ত আছেন এই বলে মুঠো ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেদেন।

এ জন্য তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ বিষয় জানতে নব গঠিত ভুরিয়া ও ৫নং কমলাপুর ইউপি নির্বাচন-২০১৯ এর রির্টানিং অফিসার এবং পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা খালিদ বিন রউফ এর মুঠো ফোনে বার বার কল দিলেও সে ফোন কল রিসিভ করেননি।

শেয়ার করুন: