বিশ্বকাপের মঞ্চে আজ আরেকটি হাইভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে। এজবাস্টনে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। টস জিতে ইতিমধ্যেই ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এই ম্যাচ জয়ের ওপর বাংলাদেশের সেমিফাইনাল খেলা অনেকাংশেই নির্ভর করছে।
বাংলাদেশ-ভারতের ম্যাচ মানেই এখন তুমুল উত্তেজনা। সেটা দ্বিপাক্ষিক সিরিজ হোক বার আইসিসির কোনো টুর্নামেন্ট। গত ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বিতর্কিত আম্পায়ারিং থেকে এই উত্তেজনার শুরু। এরপর বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজও হেরেছে ভারত। গত বছর দুটি ফাইনাল হেরেছে বাংলাদেশ।
এজবাস্টনের এই মাঠের এক পাশ বেশ ছোট। ব্যাটসম্যানরা স্বাভাবিকভাবেই সেই পাশটাকে টার্গেট করবে। তবে দুই দলই সেই সুবিধা পাবে। ভারতের বিপক্ষে টস জিতলে ব্যাটিং বেছে নেওয়ারই চিন্তাভাবনা করেছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত তা হলো না।