সবচেয়ে লম্বা দিন আজ

পৃথিবীর সবচেয়ে লম্বা দিন আজ। কর্কট আর মকর নামে দু দুটো ক্রান্তি রেখা চলে গেছে পৃথিবীর ঠিক উপর দিয়ে। আর ওদের মধ্যে দিন কতটা বড় হবে সেটা ঠিক করে দেয় কর্কটক্রান্তি রেখা।

ওটাকে উত্তরের রেখাও বলা যায়। আজ সকাল আর সন্ধের সূর্যটা সবচাইতে বেশি হেলে থাকবে ওই উত্তরেই। দুপুরবেলা সূর্য ছিল কর্কটক্রান্তি রেখার একেবারে মাঝ বরাবর।

এই দিনটি স্মরণ করে রাখতে বিশ্বের বিভিন্ন দেশে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেউ একে বলে কর্কটক্রান্তি দিবস, কেউবা বলে অয়ন দিবস। ইংরেজিতে একে পালন করা হয় সামার সলিস্টিক ডে হিসেবে। এই অয়ন দিবসে সূর্য আকাশে থাকে মোট ১৩ ঘণ্টা ৩৬ মিনিট ৮ সেকেন্ড।

শেয়ার করুন: