ভয়ংকর ওয়ার্নারের ক্যাচ ছাড়লেন সাব্বির, চাপে বাংলাদেশ

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা সাদামাটা করে দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। প্রথম ওভার থেকেই এই দুই ওপেনারকে চাপে রাখেন টাইগার কাপ্তান মাশরাফি বিন মর্তুজা। সেই চাপের ধারাবাহিকতায় সফলতাও হাতে এসে ধরা দিয়েছিল।

কিন্তু তা লুফে নিতে পারেনি সাব্বির রহমান। চতুর্থ ওভারে মাশরাফির একটি বল অফ স্টাম্পের বাইরে কাট করতে গিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু তা ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ উঠে যায় আর সেখানে ফিল্ডিং করছিলেন বিশ্বকাপে প্রথম চান্স পাওয়া সাব্বির রহমান। সেই ক্যাচটি ধরতে ব্যর্থ হন তিনি।

নিজের ব্যক্তিগত ১০ রানে জীবন পাওয়া ওয়ার্নার এখন আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছেন।

এ রিপোর্ট লিখা পর্যন্ত বিনা উইকেট অস্ট্রেলিয়া সংগ্রহ ৭২ রান।

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ৭২/০ (১৩ ওভার)

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কোস স্টইনিস, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), নাথান কুল্টার-নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

শেয়ার করুন: