প্রধানমন্ত্রী

‘পরিবেশ ও বনায়নের ক্ষতি হবে জেনেও রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি’

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিবেশ ও বনায়নের ক্ষতি জেনেও সরকার মানবিক কারণে নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। কোন ধরনের চিন্তাও করেনি দেশের পরিবেশ ও বনায়নের ক্ষতির, শুধু ভেবেছে মানুষের জীবন বাঁচানোর কথা। ওই মুহূর্তে আমার কাছে এটাই প্রধান কাজ মনে হয়েছিল।

আজ বৃহস্পতিবার (২০ জুন) আগারগাঁওয়ে বেলা ১১টার দিকে বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সভ্যতার বিকাশের পাশাপাশি পরিবেশ রক্ষায় নজর দিতে হবে। সুন্দরবন রক্ষায় নেওয়া হয়েছে ব্যাপক কর্মসূচি। পরিবেশ দূষণরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এ সময় তিনি আরও জানান, সুন্দরবনের বনদস্যুদের আত্মসমপর্ণ করাতে সরকার সক্ষম হয়েছে। এবং তাদের জন্য নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ করে দিয়েছে। যাতে করে তারা স্বাভাবিক জীবন-যাপন করে সুন্দর ভাবে পরিবার নিয়ে বাঁচতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের নাগরিকদের প্রত্যেককে কর্মস্থলে ও বাসস্থানে গাছ লাগাতে হবে। আপনাদের সন্তানদেরও এই পরিবেশবাদী কাজে উদ্বুদ্ধ করতে হবে।

শেয়ার করুন: