মেসির গোলে হার এড়ালেও জিততে পারেনি আর্জেন্টিনা

কোপা আমেরিকার আজকের খেলায় প্যারাগুয়ের বিপক্ষে লিওনেল মেসির দ্বিতীয়ার্ধের গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে প্যারাগুয়ের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়ে আবারও হারের শঙ্কায় পড়েছিল আর্জেন্টিনা।

বেলো হরিজন্তে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে কোপা আমেরিকায় ‘বি’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। প্রথম ২০ মিনিটে দুবার ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন মেসি, তবে শেষ শটটা নিতে পারেননি বার্সেলোনা তারকা।

আর্জেন্টিনার রক্ষণে ২৮তম মিনিটে পাল্টা আক্রমণে ভীতি ছড়ান প্রথম ম্যাচে গোল করা আলবের্তো গনসালেস। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে তার নেওয়া কোনাকুনি শট ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকোর পায়ে লেগে বাইরে চলে যায়।

কিছুক্ষণের মধ্যেই অবশ্য প্রতিপক্ষের আরেকটি পাল্টা আক্রমণে আর জাল অক্ষত রাখতে পারেনি দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বাঁ দিক দিয়ে বল পায়ে দারুণ ক্ষিপ্রতায় ছুটে গিয়ে বাইলাইন থেকে পেনাল্টি স্পটের কাছে কাটব্যাক করেন মিডফিল্ডার মিগেল আলমিরোন। ফাঁকায় বল পেয়ে জোরালো নিচু শটে প্যারাগুয়েকে এগিয়ে দেন মিডফিল্ডার রিচার্দ সানচেস।

বিরতির আগেই বড় বিপদে পড়তে যাচ্ছিল আর্জেন্টিনা। পাল্টা আক্রমণে ছুটে যাওয়া গনসালেসের পা থেকে বল বিপদমুক্ত করতে ডি-বক্সের বাইরে গিয়ে তাকে মারাত্মক ফাউল করে বসেন গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি। তবে সে যাত্রায় হলুদ কার্ডে পার পান রিভার প্লেটের এই গোলরক্ষক।

অবশেষে ৫৭তম মিনিটে মেসির সফল স্পট কিকে সমতায় ফেরে আর্জেন্টিনা। প্যারাগুয়ের ডি-বক্সে ডিফেন্ডার ইভান পিরিসের হাতে বল লাগলে ভিএআর প্রযুক্তি ব্যবহার করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

চার মিনিট পর আর্জেন্টিনার ডি-বক্সে ঢুকে পড়া গনসালেসকে পেছন থেকে ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি ফাউল করলে পেনাল্টি পায় প্যারাগুয়ে। নিজেই স্পট কিক নেওয়া গনসালেসের নিচু শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন আরমানি। সাত মিনিট যোগ করা সময়ে একটানা আক্রমণ করতে থাকে আর্জেন্টিনা। তবে সে যাত্রায় রক্ষা পায় প্যারাগুয়ে।

দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়া আর্জেন্টিনা আগামী রবিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কাতারের মুখোমুখি হবে। কোয়ার্টার-ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে পোর্তো আলেগ্রের ওই ম্যাচে জিততেই হবে মেসিদের। এছাড়া আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার সর্বোচ্চ এই গোলদাতার মোট গোল হলো ৬৮টি।

শেয়ার করুন: