ঐতিহাসিক জয়ের পর যা বললেন সাকিব

সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয়ের কোন বিকল্প ছিল না টাইগারদের সামনে। এমন সমীকরণের সময় বাংলাদেশ সামনে পাহাড়সম রানের টার্গেট। তবে শেষ পর্যন্ত সকল বাধা বিপত্তি পেরিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটের বিশাল জয় ছিনিয়ে এনেছে টাইগাররা।

ম্যাচশেষে নিজের পুরষ্কার গ্রহণ করতে এসে সাকিবের কণ্ঠে ঝরেছে ম্যাচ শেষ করে অপরাজিত থেকে মাঠ ছাড়তে পারার সন্তুষ্টি।

তিনি বলেন, ‘এটা অসাধারণ অনুভূতি। উইকেটে থেকে ম্যাচ শেষ করে আসাটা অনেক বেশি সন্তুষ্টির। আমি তিন নম্বরে ব্যাটিং করা নিয়ে অনেক কাজ করেছি। ভালো লাগছে যে তা মাঠেও দেখাতে পারছি। আমি জানি যে, তিন নম্বরে ব্যাট করলে আমি আরও অনেক বেশি সুযোগ পাবো, লম্বা সময় ব্যাট করার সময় পাবো।’

ব্যাট হাতে ৩৮৪ রান ও বল হাতে ৫ উইকেট নিয়ে চলতি বিশ্বকাপের অন্যতম সেরা পারফরমার সাকিব আল হাসান। তবু তিনি মনে করছেন এখনও সম্ভব আরও ভালো করা। সে লক্ষ্যেই এগুচ্ছেন তিনি।

সাকিবের ভাষ্যে, ‘আগে দেখা যেত, পাঁচ নম্বরে ব্যাট করলে আমাকে ব্যাটিংয়ে নামতে হতো ৩০ বা ৪০ ওভার পরে। যেটা আমার জন্য আদর্শ জায়গা নয়। এছাড়া আমি আমার বোলিং নিয়েও কাজ করছি। এ মুহূর্তে আমি বলবো আমার পারফরম্যান্স ঠিক আছে, তবে আরও ভালো করা সম্ভব।’

এসময় মাঠে উপস্থিত প্রবাসী বাঙালি সমর্থকদের ব্যাপারে সাকিব বলেন, ‘পুরো বিশ্বকাপজুড়েই সমর্থকরা দুর্দান্ত। তারা মাঠে এসে আমাদের সমর্থন দিয়ে যাচ্ছে। আশা করি তারা সামনের ম্যাচগুলোতেও মাঠে এসে আমাদের সমর্থন দিয়ে যাবে।’

শেয়ার করুন: