সরফরাজের মামাই চাচ্ছেন না পাকিস্তান জিতুক

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদের মামা মাহমুদ হাসান বলেন, আমি চাই সরফরাজ যেন এই ম্যাচে ভালো পারফর্ম করে। তাহলে ওর অধিনায়কত্ব নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। তবে আমি মনেপ্রাণে চাই ভারত-পাকিস্তান ম্যাচে যেন ভারতই জয় পয়। আমাদের ভারতীয় দলে অনেক ভালো মানের ক্রিকেটার রয়েছে। এই ম্যাচে আমরা জিতবই।

সরফরাজের মামা আরও বলেন, পাকিস্তানের দলে ভালো বোলার রয়েছে। তবে বোলাররা প্রতিদিন ম্যাচ জেতাবে না। ওদের ব্যাটিং লাইন আপ ভালো নয়। ব্যাটসম্যানদের রান করতে হবে।

তিনি আও বলেন, পাকিস্তানের ক্রিকেটাররা সবরকমের চাপের মুহূর্ত সামলানোর জন্য প্রস্তুত নয়। ভারতীয় দল এবারও বিশ্বকাপ জয়ের যোগ্য দাবিদার। আমরাই এবার বিশ্বকাপ শিরোপা জিতব। সরফরাজ আমার ভাগ্নে। আমি তো চাইব ও সব ম্যাচে সেঞ্চুরি করুক।

ভারত-পাকিস্তান আলাদ রাষ্ট্র গঠনের পরও ভারতেই থেকে যান মাহমুদ হাসান। ১৯৯৫ সাল থেকে ভারতের উত্তরপ্রদেশের ইটাওয়ার ভীমরাও আম্বেদকর কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি করছেন সরফরাজের মামা মাহমুদ হাসান।

সূত্র: জি নিউজ

শেয়ার করুন: