পিচ নিয়ে পক্ষপাতিত্ব করায় এবার আইসিসিকে ধুয়ে দিল শ্রীলঙ্কা

বৃষ্টি আর বিতর্ক যেন পিছুই ছাড়ছে না এবারের বিশ্বকাপকে। গত অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচের আগেই পিচ নিয়ে অভিযোগ তুলেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। এবার আইসিসির বিরুদ্ধে সেই একই অভিযোগ তুলল এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কা।

বিশ্বকাপে খেলা প্রতিটি দলের সুবিধার জন্যই স্পোর্টিং উইকেটের পিচ বানানো হয়। কিন্তু অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচের পিচে প্রচুর ঘাস দেখা গেছে। যার ফলে পেস বোলাররা একটু বেশি সুবিধা পান। একই পিচ আবার বানানো হচ্ছে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ম্যাচেও। আর এতেই আইসিসির উপর খেপেছেন লঙ্কান টিম ম্যানেজার অশান্তা দে মেল। তার দাবি, তাদের সঙ্গে বিরূপ আচরণ করছে আইসিসি।

অশান্তা বলেন, ‘এই বিশ্বকাপে সেরা দশটি দল অংশগ্রহণ করছে। আমি মনে করি আইসিসির প্রতিটা দলের সঙ্গে একই আচরণ করা উচিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভালের পিচটা একদমই সবুজ। যেটা আমরা অভিযোগ করছি সেটা 'আঙুর ফল টক' এমন নয়। এটা খুবই বেমানান যে আইসিসি কোনো নির্দিষ্ট দলের জন্যই একই উইকেট বানাবে, আর অন্যদের জন্য আলাদা।’

তিনি আরও বলেন, ‘অ্যাশেজ সিরিজটা তারা আগে অনুষ্ঠিত করতে পারতো। তারপর গ্রীষ্মের পরে বিশ্বকাপ আয়োজন করতে পারতো। যখন উইকেট খুব শুষ্ক থাকে। মনে হচ্ছে যে অ্যাশেজের গুরুত্বটা বিশ্বকাপ থেকেও বেশি।’

আগামী ১৫ জুন লন্ডনের দ্য ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবে শ্রীলঙ্কা।

শেয়ার করুন: