আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন। শুধু তাই নয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকেও নির্বাচন করছেন। পটুয়াখালী-৩ আসনে বিএনপির হয়ে লড়েছিলেন। আজ বুধবার (১২ জুন) রাত ১০টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে রিজভীকে নিয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন গোলাম মাওলা রনি। পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
‘রিজভী ভাইয়ের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল টকশোর মাধ্যমে আর সময়টা ছিল 2009 কিংবা 2010 সাল! বয়সে আমি তার অনেক ছোট কিন্তু তিনি আমার সঙ্গে এমন ভদ্রতা দেখাতেন যা দেখলে মনে হতো আমিই হয়তো তার বড় ভাই ! তার সেই ভদ্রতার জন্য আমি সব সময় তাকে বিশেষ সমীহ করতাম!
ইদানিং কালে রিজভী ভাইকে নিয়ে যা হচ্ছে তা খুবই দুঃখজনক! একজন মানুষ দলের জন্য গুলি খেয়ে পঙ্গু হলো, সারাটি জীবন দলের জন্য সব কিছু উৎসর্গ করলো, পরিবার পরিজনকে বঞ্চিত করে দলের সেবা করল! অথচ দলের এক শ্রেণীর নেতা কর্মী তার এই অবদান নিয়ে ঠাট্টা মসকরা অথবা তুচ্ছ তাচ্ছিল্য করছে! একটু ভাবুনতো – যদি বিষয়টা আপনার ক্ষেত্রে ঘটতো!’