কোপার আগে ব্রাজিল শিবিরে বড় ধাক্কা

কোপা আমেরিকা মাঠে গড়ানোর আগে ব্রাজিল শিবিরে বড় ধাক্কা। চোটের কারণে শতবর্ষী ঐতিহ্যবাহী টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন দলের প্রাণভোমরা নেইমার।

বৃহস্পতিবার কাতারের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে ব্রাজিল। ১৭ মিনিটে গোড়ালি মুচকে যায় নেইমারের। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন তিনি। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। করা হয় এক্স-রে।

ব্রাজিল ফুটবল ফেডারেশন জানিয়েছে, নেইমারের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে। সেরে উঠতে লম্বা সময় লাগবে। ফলে কোপায় খেলা হচ্ছে না তার। শিগগির সেলেকাও তারকার বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা হবে।

কাতারের বিপক্ষে নেইমার না খেললেও ব্রাজিলের জিততে সমস্যা হয়নি। রিসার্লিসন ও গ্যাব্রিয়েল জেসুসের গোলে ২-০ ব্যবধানে জিতেছেন ব্রাজিলিয়ানরা।

আগামী ১৪ জুন পর্দা উঠবে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপার। উদ্বোধনী ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে স্বাগতিক ব্রাজিল।

২০১৬ কোপা আমেরিকায় গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় ব্রাজিল। এবার ফুটবলের দেশের সম্মান ফিরে পাওয়ার লড়াই। এর আগেই ধেয়ে এলো দুঃসংবাদ।

তথ্যসূত্র: গোল ডটকম

শেয়ার করুন: