খালি হাতে কাউকে ফেরাননি মাশরাফির বাবা, দিলেন ১৩ লাখ

নড়াইল-২ আসনের এমপি ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মর্তুজা রোববার (২ জুন) বৃষ্টি উপেক্ষা করে হতদরিদ্র মানুষের মাঝে ফেতরা ও জাকাত বিতরণ করেন। এ সময় হিসেবের অতিরিক্ত মানুষ জড়ো হলেও কাউকে খালি হাতে ফেরাননি মাশরাফির বাবা।

এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, প্রায় ৬ হাজার অসহায় পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ কাজে সহোযোগিতা করেছেন আমেরিকা প্রবাসী মাশরাফির নানা (মায়ের মামা) চিকিৎসক হাসমাতুল ইসলাম এবং মাশরাফির মামা নাহিদুল ইসলাম।

সবার মাঝে চার হাজার শাড়ি, এক হাজার লুঙ্গি এবং নগদ ১৩ লাখ টাকা বিতরণ করা হয়।

উপকরণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত জনতা এবং দেশবাসীর কাছে জাতীয় ক্রিকেট দল এবং দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার জন্য দোয়া চান গোলাম মর্তুজা।

শেয়ার করুন: