সারাদেশে বৃষ্টি হতে পারে ঈদের দিন

ঈদ উল ফিতরের দিন রাজধানী ঢাকাসহ দেশব্যাপী বৃষ্টি হতে পারে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ বা ৬ জুন অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ উল ফিতর। এক্ষেত্রে রোজা যদি ২৯ টা হয় তাহলে ঈদ হবে ৫ জুন, আর রোজা ৩০টা হলে ৬ জুন উদযাপন হবে ঈদ।

এদিকে, রমজানের এবারের ঈদে সারাদেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। রংপুর ও রাজশাহী বিভাগে কম হলেও বেশি বৃষ্টি হবে ঢাকাসহ দক্ষিণাঞ্চলে।

শনিবার (১ জুন) আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, এখন পর্যন্ত যে অবস্থা, ত‍াতে ঈদের সময় বৃষ্টি হওয়ার আভাস আছে। তবে অবস্থার পরিবর্তনও হয়।

আবহাওয়াবিদ রহমান জানান, ঈদের দিন (৫ জুন ঈদ ধরে) ঢাকাসহ সারাদেশেই বৃষ্টি হতে পারে। ঢাকা ছাড়া সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বেশি বৃষ্টির আভাস আছে। সামান্য গ্যাপ দিয়ে ওইদিন বৃষ্টি হবে। দু’একদিনের ভেতর বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। তবে রংপুর, রাজশাহী বিভাগে বৃষ্টি কম হতে পারে বলে জানিয়েছেন এ আবহাওয়াবিদ।

শেয়ার করুন: