মেসি

দুঃখে আছেন মেসি, নিচ্ছেন দুঃখ ভোলার ‘ওষুধ’

প্রেমে ব্যর্থতা, ক্যারিয়ার নিয়ে হতাশা কিংবা পারিবারিক সমস্যার কারণে মনের দুঃখ ভুলতে মানুষ নানা কর্ম করে থাকে। অনেকেই জড়িয়ে যায় নেশার জগতে। আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসিও এখন বেশ দুঃখে আছেন।

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের পর কোপা ডেল রের ফাইনালেও পরাজয়। তবে আর্জেন্টাইন এই তারকা নাকি পরাজয়ের কষ্ট কাটিয়ে ওঠার ওষুধ পেয়ে গেছেন। সেটা অবশ্যই কোনো মাদক নয়।

মেসির নাকি দুঃখ ভোলার অন্য উপায় আছে। না, আলাদিনের চেরাগ হাতে পাননি মেসি। বাড়ি গিয়ে স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো আর তিন সন্তানকে দেখলেই নাকি নিজের কষ্ট ভুলে যান বার্সেলোনার এই স্ট্রাইকার।

এক সাক্ষাতকারে ফুটবল জাদুকর বলেছেন, ‘পরাজয় অবশ্যই কষ্ট দেয়, কিন্তু আমি অন্যভাবে সে কষ্ট ভুলে থাকার চেষ্টা করি। অবশ্যই পরাজয় অনেক কষ্টের, কিন্তু আমি যখন বাসায় ফিরি, আমি আমার সন্তানদের দেখি, স্ত্রীকে দেখি, কষ্টটা চলে যায়।’

এই দুঃখ ভোলার ওষুধের খোঁজ কিন্তু আগে জানা ছিল না মেসির। আগে ম্যাচ হারের পর টিম হোটেল বা ক্লাব- যেখানেই থাকুন না কেন; বিদ্ধ হতে হতো যন্ত্রণায়। মেসির ভাষায়, ‘আগে ম্যাচ শেষে যখন বাসায় আসতাম, তখন সম্পূর্ণ একা থাকতাম।

আমি টিভি দেখতে চাইতাম না, কিছু খেতাম না। কিন্তু আমি এখন বাচ্চাদের সময় দিই। আমি এখনো পরাজয়ে কষ্ট পাই। তবে আমি এখন তা কাটিয়ে উঠতে পারি, আগে যেটা পারতাম না।’

ফুটবল বিশ্বের মহাতারকা হলেও জাতীয় দলের হয়ে একটিও শিরোপা জিততে পারেননি মেসি। সামনে কোপা আমেরিকার লড়াই। বারবার শিরোপার খুব কাছ থেকে ফিরে আসা যেকোনো খেলোয়াড়ের জন্যই খুব কষ্টের।

নিন্দুকরা বলেন, ক্লাব ফুটবলে যতটা জ্বলজ্বলে মেসি, আর্জেন্টিনার জার্সি গায়ে ঠিক ততটাই নিষ্প্রভ। তাই একটি শিরোপা জিতে হলেও নিন্দুকদের মুখ বন্ধ করতে চান মেসি, ‘দেশের হয়ে কিছু জিতেই আমি আমার ক্যারিয়ার শেষ করতে চাই। নিন্দুকের কথায় দল থেকে সরে যেতে চাই না।’

শেয়ার করুন: