সিঙ্গাপুর গেলেন স্পিকার

সিঙ্গাপুর ই-গভর্নমেন্ট লিডারশীপ সেন্টার ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর আয়োজিত ‘ডেভলপিং ডিজিটাল গভর্নমেন্ট স্ট্রাটেজিস: অ্যান ওরিয়েন্টেশন প্রোগ্রাম অন ই-গভর্নেন্স’ শীর্ষক কর্মশালায় অংশ নিতে সিঙ্গাপুর গেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আজ রোববার (২৬ মে) দুপুরে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তিনি। ২৬ থেকে ৩০ মে এ কর্মশালাটি অনুষ্ঠিত হবে।

স্পিকারকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন। সফর শেষে স্পিকার আগামী ৩১ মে দেশে ফিরবেন।

শেয়ার করুন: