বিশ্বকাপে যে দেশের ক্রিকেটারদের স্ত্রী নিষিদ্ধ

বিশ্বকাপ চলাকালীন পাকিস্তানের কোনো ক্রিকেটার স্ত্রী কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে রাখতে পারবেন না। দেশটির ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা পিসিবি পক্ষ থেকে এমন সিদ্ধান্ত জানিয়েছে।

আগামী ৩১ মে উইন্ডিজের বিপক্ষে ট্রেন্ট ব্রিজে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ মিশন। বিশ্বকাপের মতো বড় ইভেন্টে মনোযোগ ঠিক রাখার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

একমাত্র ব্যাটসম্যান হারিস সোহেলকে ব্যক্তিগত কারণে অনুমতি দেওয়া হয়েছে স্ত্রী-সন্তান সঙ্গে রাখার। তবে, কোনো খেলোয়াড় যদি তার পরিবারের সদস্যদের ইংল্যান্ডে রাখতে চায়, সেক্ষেত্রে সব ব্যবস্থা সেই নির্দিষ্ট খেলোয়াড়কেই করতে হবে। এমনকি দলের সঙ্গে যাতায়াত কিংবা এক হোটেলে থাকার বিষয়েও দায়িত্ব নেবে না বোর্ড।

শেয়ার করুন: