নরেন্দ্র মোদি

নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন তারেক রহমান

ভারতের লোকসভা নির্বাচনের সবথেকে ভালো দিক হলো তাদের জনগন ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,। তারা তাদের মৌলিক অধিকার ও সাংবিধানিক অধিকার প্রয়োগে করতে পেরেছেন । যা বাংলাদেশের মানুষ পারেনি। ২৪ মে (শুক্রবার) বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারাই বিজয়ী হয়েছেন আমরা তাদের অভিনন্দন জানাই। তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অলরেডি মোদি সরকারকে অভিনন্দন জানিয়েছেন। দুই একদিনের মধ্যে তার পাঠানো শুভেচ্ছা বার্তা তাদের কাছে পৌছাবে।

শেয়ার করুন: