টানা ৬ ঘণ্টা কৃষকের ধান কাটলেন ছাত্রলীগ সভাপতি শোভন

এবার একসঙ্গে কৃষকদের ধান কাটতে মাঠে নামলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। বৃহস্পতিবার মুন্সীগঞ্জে এক কৃষকের ক্ষেতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধান কাটতে নামেন তারা দুজন।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা ও সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেলের নেতৃত্বে কৃষক হাসেম বেপারীর ধান কাটা শুরু হয়। বেলা ১১টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাংগঠনিক সম্পাদক সাবরিনা ইতিসহ কেন্দ্রীয় কমিটির নেতারা ধান কাটায় যোগ দেন। তারা বিকেল ৫টা পর্যন্ত প্রায় ছয় ঘণ্টা ধরে মাঠে ধান কাটেন।

এর আগে বুধবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সাভারে এক কৃষকের ক্ষেতের ধান কেটে দেন। বিষয়টি নিয়ে কেউ কেউ সমালোচনা করেছেন আবার কেউ কেউ ছাত্রলীগের প্রশংসা করেছেন।

শেয়ার করুন: