ভারতের লোকসভা নির্বাচনে দেশজুড়ে বড় ব্যবধানে মোদির বিজেপি এগিয়ে থাকলেও পশ্চিমবঙ্গে আগের অবস্থান ধরে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। পিছিয়ে নেই মমতার তারকা প্রার্থী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। পাশাপাশি ভালো অবস্থানের রয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী দেব। তিনি ভারতী ঘোষের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছেন।
মিমি চক্রবর্তী পশ্চিমবঙ্গের যাদবপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে নুসরাত জাহান করেন বসিরহাট কেন্দ্র থেকে। ঘাটালে তৃণমূলের থেকে অভিনেতা দেব। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তারা সকলেই এগিয়ে রয়েছেন।
দেশের রাজত্ব ফের মোদির হাতে থাকলেও পশ্চিমবঙ্গ হাতছাড়াই থেকে যাচ্ছে। তথ্যানুযায়ী, পশ্চিমবঙ্গে ২৩ আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। আর ৮ আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে বিজেপি।
তবে এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকাসহ একাধিক গণমাধ্যমের সূত্র অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট ৪২ আসনের মধ্যে ৩১টির ফল পাওয়া গেছে। এতে তৃণমূল পেয়েছে ১৮টি, বিজেপি ১২টি এবং কংগ্রেস পেয়েছে ১টি আসন।
এর আগের দুটি নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে সরকার গঠন করে।