সংগীত গুরু খালিদ হোসেন আর নেই

নজরুল সংগীতের প্রখ্যাত শিল্পী, গবেষক, স্বরলিপিকার ও সংগীত গুরু খালিদ হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। বুধবার (২২ মে) রাতে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রসঙ্গত, খালিদ হোসেন রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ডা. উত্তম কুমার বড়ুয়ার অধীনে চিকিৎসাধীন ছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশে এ শিল্পীর চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন এই ডাক্তার। দীর্ঘদিন ধরে হার্ড, কিডনি ও ফুসফুসের সমস্যায় ভুগছেন খালিদ হোসেন।

শেয়ার করুন: