পাটকল শ্রমিকদের উসকানি দিতে রিজভীর ফোনালাপ!

খুলনায় পাটকল শ্রমিকদের আন্দোলনে ‘উসকানি’ মূলক একটা ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক হচ্ছে। ওই ফোনলাপটি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুর বলে মহল বিশেষের দাবি।

ওই ফোনালাপের কণ্ঠের সঙ্গে রিজভী এবং মঞ্জুর কণ্ঠের সাদৃশ্য রয়েছে, তবে এ নিয়ে কেউ দায়িত্ব স্বীকার করেনি এবং তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রিজভী-মঞ্জুর কথিত ওই ফোনালাপে তিন লাখ টাকা খরচ করে শ্রমিকদের উসকানির বিষয়টি উঠে এসেছে।

ফোনালাপের বিস্তারিত পাঠকদের জন্য তুলে ধরা হলো-

নজরুল ইসলাম মঞ্জু : ফোন দিয়েছিলেন?

রুহুল কবির রিজভী : হ্যাঁ।

নজরুল ইসলাম মঞ্জু : খালিশপুরে আমাদের বিএনপি অফিসে বসে তিনটি স্পট খালিশপুর, খানজাহান আলী থানার দুটি মিল এবং নওয়াপাড়ার দুইটি মিল এখানকার মোট পাঁচটি মিলকে ভাগ করে ৯০ হাজার, ৩০ হাজার এবং ৯৫ হাজার করে মোট তিন লাখ টাকা মিটিং করে দিয়ে আসছি।

রুহুল কবির রিজভী : আচ্ছা ঠিক আছে।

নজরুল ইসলাম মঞ্জু : কিন্তু সমস্যা হচ্ছে কি এখানে যে মঞ্চ আছে সেটা আওয়ামী লীগের। ওখানে শ্রমিক লীগ লেখা আছে। যার কারণে আমরা মঞ্চের দিকে যাই নাই। দূর থেকে কাজ করি আর আলাদা প্রোগ্রাম করি মূল শহরে।

রুহুল কবির রিজভী : সেভাইবেই তো করবেন।

নজরুল ইসলাম মঞ্জু : মঞ্চের ওইখানে অ্যালাউ করে না, গেলে বাজে পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

রুহুল কবির রিজভী : আপনারা একটা কন্ট্রিবিউট করেছেন দ্যাটস এনাফ।

নজরুল ইসলাম মঞ্জু : সেটাই প্রচার করছি আমরা, সেভাবেই জানছে।
রুহুল কবির রিজভী : আপনার সাথে কাল অমিত আর জয়ন্ত থাকবে। আপনি যেখানে যাবেন ওরা সঙ্গে থাকবে। সব বলে দেবেন আপনি।

নজরুল ইসলাম মঞ্জু : আচ্ছা ঠিক আছে।

শেয়ার করুন: