দেশে ফিরেই কৃষকের ধান কিনতে ডিসিকে ফোন মাশরাফির

ত্রিদেশীয় সিরিজের ট্রফি জিতে ছুটিতে দেশে ফিরে এসেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি দেশে এসে জানতে পারেন ধানের ন্যায্য মূল্য নিয়ে হতাশায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। ঠিক তখনই কৃষকদের পাশে এসে দাঁড়ালেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার নির্দেশ দিয়েছেন মাশরাফি। রবিবার (১৯ মে) রাতে জেলা প্রশাসককে ফোন করে এ নির্দেশ দেন তিনি।

জানা গেছে, ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন ট্রফি জয়ের পর শনিবার রাতেই দেশে ফিরে এসেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দেশে ফিরে তিনি জানতে পারেন কৃষকরা ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের উৎপাদন খরচও উঠছে না।

যেখানে এক মণ ধান সরকার ক্রয় করছে এক হাজার ৪০ টাকায় সেখানে নড়াইলের হাট-বাজারে কৃষকদের ধান বিক্রি করতে হচ্ছে সাড়ে ৬০০ থেকে ৭০০ টাকায়।

এ বিষয়টি জানার পর রবিবার রাত ১০টার দিকে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি জেলা প্রশাসক আনজুমান আরাকে ফোন করে সরাসরি যাতে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কৃষকদের উৎপাদিত পণ্য নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার কথা বলেন তিনি।

মাশরাফি বলেন, কোনো সিন্ডিকেটের মাধ্যমে ধান ক্রয় করা হচ্ছে এমন প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা মাশরাফি বিন মর্তুজার ফোনের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আমরাও চাই কৃষক যাতে তাদের কষ্টে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পায়। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

শেয়ার করুন: