আজ রবিবার ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হলো। এর মধ্যে অভিযোগ উঠেছে ভোটগ্রহণের কাজে ব্যবহৃত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) মাখানো হয়েছে আতর।
মেশিনের মাধ্যমে ভোট দিলেই নাকি হাত থেকে পাওয়া যাচ্ছে আতরের গন্ধ। আর সেই গন্ধ শুঁকেই কোন দলকে ভোট দেওয়া হচ্ছে তা শনাক্ত করছেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা।
আনন্দবাজার পত্রিকার বরাত দিয়ে সংবাদমাধ্যম নিউজ-১৮ জানায়, এর আগে চতুর্থ দফার ভোটগ্রহণের সময় বীরভূম জেলায় এমন ঘটনা চোখে পড়ে। এ বার নাকি একই ঘটনা ঘটেছে মথুরাপুরে। রবিবার শেষ দফার ভোটে মথুরাপুর লোকসভা কেন্দ্রে ইভিএম-এ আতর মাখানোর অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
স্থানীয়দের দাবি, ওই বুথের ইভিএমে যে বোতামের পাশে তৃণমূলের প্রতীক রয়েছে, সেই বোতামে আগে থেকেই আতর লাগিয়ে রেখেছিলেন তৃণমূল সমর্থকরা। ভোটারেরা ওই বোতাম টিপলেই তার আঙুলে থেকে যাচ্ছে আতরের গন্ধ। বুথের বাইরে বার হলেই প্রত্যেক ভোটারের আঙুল শুঁকে দেখছেন দলের কর্মী-সমর্থকেরা।
এর আগে চতুর্থ দফার ভোটেও এমন অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। বীরভূম লোকসভা কেন্দ্রের মঙ্গলকোটের মাজিগ্রামের ভোটারদের নাকি একই অভিজ্ঞতা হয়েছিল। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতাকর্মীরা।