বৃষ্টি যেন হারিয়ে গেছে। হাঁফ ধরা গরমে অতিষ্ঠ দেশবাসী। শুধু রাজধানী ঢাকা নয়, সারা দেশেই একই অবস্থা। শুক্রবার (১৭ মে) সকাল থেকে প্রচণ্ড গরম। এমনকি বিকেলে আকাশে মেঘবৃষ্টির ছিঁটেফোটার লক্ষণও ছিল না। গুমোট গরমে দম বন্ধ হয়ে আসছিল রাজধানীবাসীর। কিন্তু ইফতারের পরেই রাজধানীর আকাশ ঝাঁপিয়ে হঠাৎ নামল বৃষ্টি।
হঠাৎ বৃষ্টিতে পথচারীরা যে যেদিকে পারল ছুটতে লাগল। খোলা আকাশের নিচে বসা দোকানিরা দোকান গোছাতে গোছাতেই ভিজে জবুথবু। নগরের বিভিন্ন প্রতিষ্ঠানের কার্নিশের নিচে আশ্রয় হলো সারি সারি মানুষের।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম রাত সাড়ে সাতটায় গণমাধ্যমকে জানান, ইফতারের পর রাজধানীতে ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়।