পার্থ

নির্বাচন করার কোন অবস্থাই ছিল না: পার্থ

বিভিন্ন অভিযোগ এনে সদ্য অনুষ্ঠিত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার কোন অবস্থাই ছিল না বলে দাবি করেছেন জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সরাসরি টক-শো অনুষ্ঠানে এসে তিনি এ দাবি করেন।

আন্দালিভ রহমান পার্থ বলেন, প্রথম যে দিন নির্বাচনী মিটিং করি, এরপর একজনকে এরেস্ট করে নিয়ে যাওয়া হয়। আমার বাড়ি পুলিশ ঘিরে রাখে, সব সময় কোন নেতাকর্মী বাসায় আসতে পারবে না, যেতেও পারবে না।

তিনি অভিযোগ করে বলেন, কোন প্রেস-পোস্টার ছাপাতে রাজি না, লাগানো তো দূরের কথা। আমরা তো পারছিলাম না। সাংবাদিকরা ফোন করেছিল। ক্যাম্পেইন কখন করবেন? বলতে পারছিলাম না। কারণ সব জায়গায় লোক। আমরা হঠাৎ করেই ক্যাম্পেইন করতাম আধা ঘন্টার মধ্যে উঠে আসতাম।

তিনি আরও বলেন, আমার সামনে থেকে আমার কোন কর্মীকে যদি ধরে নিয়ে যাওয়া হয় তাহলে বাকিদের মনোবল নিচু হয়ে যায়। আপনি আর তাদেরকে নির্বাচনী মাঠে নামাতে পারবেন না। একটা পর্যায়ে আমাদের পোলিং এজেন্ট দেওয়া সম্ভব ছিল না। নির্বাচন করার কোন অবস্থায়ই ছিল না।

শেয়ার করুন: