রোজা শেষে সন্ধ্যায় তারা বসেছিলেন ইফতারি নিয়ে। মাগরিবের আযান হওয়ায় শুরু করেছিলেন ইফতার গ্রহণ। কিন্তু সেই ইফতার গ্রহণ শেষ হওয়ার আগেই প্রাণ দিতে হয়েছে ১০ জনকে।
মঙ্গলবার (১৫ মে) সিরিয়ার শরণার্থী ক্যাম্পে এক রকেট হামলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে অপর ৩০ রোজাদার আহত হয়েছেন।
বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে জাতিসংঘ এ তথ্য জানিয়েছে বলে তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহর খবরে উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ইউএনআরডাব্লিউএ এর বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার আলেপ্পোর ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে পরিবারের সদস্যরা যখন ইফতারের জন্য সমবেত হয়েছিলেন ঠিক সেই মুহূর্তেই বেশ কয়েকটি রকেট হামলা চালানো হয়।
নীরব নামক এই ক্যাম্পে অনেক শরণার্থী ছিলেন। এ হামলায় চার শিশুসহ ১০ জন বেসামরিক লোক নিহত হন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে বিবৃতিতে জানানো হয়।