প্রথম রোজা রেখেই মনে হলো অনেক বড় হয়ে গেছি : তিশা

পবিত্র রমজান মাস চলছে। রোজা রাখছেন ধর্মপ্রাণ মুসলমানরা। তারকাদের ধর্ম পালন নিয়ে, নামাজ-রোজা নিয়ে ভক্তদের অনেক কৌতূহল।মুসলিম তারকারা রোজা রাখেন। রোজা নিয়ে শুটিং করেন, ব্যস্ত থাকেন নানা রকম কাজে। আর সবার মতো তাদেরও আছে রোজা রাখার অনেক মজার স্মৃতি। তাদের ভিড়ে জনপ্রিয় অভিনেত্রী নূসরাত ইমরোজ তিশা জানিয়েছেন তার প্রথম রোজা রাখার মধুর স্মৃতি-

তিশা বলেন, ‘প্রথম রোজা রেখেছিলাম ক্লাস ফোরে পড়ার সময়। রোজার অনুভূতিটা তখন যেমন ছিলো এখনো সেই রকমই আছে। ছোটবেলায় তো রোজা রাখা সম্ভব হয় না। কিন্তু প্রথম রোজা যখন রাখতে পারলাম, মনে হলো আমি অনেক বড় হয়ে গেছি।’

তিশা শৈশবের ইফতারের স্মৃতি নিয়ে বলেন, ‘প্রতিটা রোজাদারের জন্য ইফতারের আগমুহূর্তটা অনেক বেশি কাঙ্খিত একটা সময়। ছোটবেলার ইফতারের আগের মুহূর্তের কথা মনে পড়ে খুব।

ইফতারের আগে মনে হতো, যা পাবো তাই খেয়ে ফেলবো। অন্যদের চেয়ে খাবার বেশি দখলে রেখে দিতাম। কিন্তু যখন ইফতার করার সময় হতো একগ্লাস পানি খাওয়ার পরে আর কিছুই খেতে পারতাম না। এসব মনে পড়লে খুব আনন্দ পাই।’

ইফতারিতে নিজের পছন্দের খাবারের কথাও জানালেন নূসরাত ইমরোজ তিশা। বললেন, ‘আমি ইফতারিতে লাইট খাবার থেতে পছন্দ করি। প্রচুর পানীয় খাই। আর ভাজা পোড়াটা আমি সব সময় এড়িয়ে চলি। ছোটবেলায় মা বাবা ভাইবোনের সঙ্গে ইফতার করতাম।

এখনো আমার পরিবারের সঙ্গেই ইফতার করি। শুটিং সেটটাও তো আমার পরিবারের মতই। এবার রোজার প্রথম দিন থেকেই শুটিং করছি। প্রায় দিনই শুটিং সেটে ইফতার করতে হয়েছে। নিজের হাতে একদিনও ইফতার তৈরির সুযোগ হয়নি।’

এদিকে বর্তমানে নুসরাত ইমরোজ তিশা অভিনীত ‘শনিবার বিকেল’ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া আসছে ঈদ উপলক্ষে বেশ কিছু ধারাবাহিক ও খন্ড নাটকে দেখা যাবে তাকে।

শেয়ার করুন: