ইফতার ৪ মিনিট দেরিতে হয় বুর্জ আল খলিফার উচ্চতম তলায়

বিশ্বের উচ্চতম ভবন বুর্জ আল খলিফার ওপরে যারা রোজা রাখছেন তাদের ইফতারও অন্যদের চেয়ে একটু পর করতে হচ্ছে। দুবাইয়ের ১৬৩ তলা এই ভবনের নিচতলায় ইফতার শুরুর আরো পরে ইফতার শুরু করতে হচ্ছে একেবারে ওপরের ফ্লোরগুলোতে অবস্থানরত রোজদারদের। এ তথ্য জানান জ্যোতির্বিজ্ঞানী ও পদার্থবিদ নিল ডিগ্রাসি টাইসন।

রবিবার টাইসন তার টুইটার হ্যান্ডেলে লিখেছেন, বুর্জ আল খলিফার একেবারে ওপরের তলায় সূর্য ডোনে নিচতলার চেয়ে ৪ মিনিট পর। আর সারাদিনের রোজা শেষ হয় সূর্যাস্তের সময়।

কিন্তু পৃথিবীর উচ্চতম ভবন দুবাইয়ের বুর্জ আল খলিফার উচ্চতম তলায় সূর্যাস্ত যায় নিচতলার চেয়ে ৪ মিনিট পর। কারণ ভূমিতে অবস্থানরতদের দিগন্তরেখায় সূর্য অস্ত যায়। আর উচ্চতলায় অবস্থানরতরা আরো দূরে দেখতে পান। সূত্র: জাকার্তা পোস্ট

শেয়ার করুন: