জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, চাকরির খোঁজে বিদেশ পাড়ি দেওয়া বাংলাদেশিদের জন্য নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেশে কাজ না পেয়ে বিদেশ পাড়ি দেওয়া জাতির জন্য লজ্জাজনক ব্যাপার। গতকাল রবিবার এক বিবৃতিতে ড. কামাল এসব কথা বলেন।
কামাল হোসেন বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে ৪০ জনের মতো বাংলাদেশি মারা যান। এই মর্মান্তিক ঘটনায় গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’ তিনি বেকারত্বসহ এ ধরনের সব জাতীয় সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
গণফোরামের দপ্তর সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেন স্বাক্ষরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়াও এই মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন।