প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘রত্নগর্ভা মা’ ঘোষণার দাবি জানিয়েছেন তার এক ভক্ত। আজ ১২ মে রবিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে আন্তর্জাতিক মা দিবসে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘রত্নগর্ভা মা’ ঘোষণার দাবি জানান মোহাম্মদ ছাবেরী লিটন নামে প্রধানমন্ত্রীর ওই ভক্ত।
এ সময় সংবাদ সম্মেলনে ছাবেরী লিটন বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন সফল সংগঠক ও দেশ পরিচালক এবং সফল মা।’
‘তার গর্ভজাত দুই সন্তান (সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল) আজ বাংলাদেশের উন্নয়নে অংশীদার হয়ে বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছেন। এমন মাকে বিশেষ এই দিনে ‘রত্নগর্ভা মা’ উপাধি দেওয়ার দাবি জানাই।’
এদিকে ছাবেরী লিটন নিজের উদ্যোগে প্রধানমন্ত্রীকে এমন সম্মাননা স্মারক তুলে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান লোবান ও ছাবেরীর পিতা ছাবের আলী উপস্থিত ছিলেন।