টাকা

কুড়িয়ে পাওয়া দুই লাখ টাকার মালিককে খুঁজছে পুলিশ

শুধু কর্তব্য পালনে নয় এবার পেশাগত কাজের বাইরেও সততার আরেক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এক পুলিশ কর্মকর্তা। রাস্তায় কুড়িয়ে পাওয়া দুই লাখেরও বেশি টাকা জমা দিলেন থানায়। শনিবার, সময় তখন বিকাল ৪টা ৫০ মিনিট। ট্রাফিক দক্ষিণ বিভাগে কর্মরত শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মোঃ মশিউর রহমান।

তিনি ট্রাফিক দক্ষিণ বিভাগের অফিস থেকে বের হয়ে রাস্তায় আসলে মেইন রোডের উপর একটি খাম পড়ে থাকতে দেখেন। তিনি খামটি খুলে তার মধ্যে প্রায় দুই লক্ষাধিক টাকা দেখতে পান। এতগুলো টাকা দেখে তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই কেউ মনের ভুলে টাকাগুলো হারিয়ে ফেলেছে। তিনি টাকাগুলো রমনা থানা পুলিশের নিকট বুঝিয়ে দেন। এ সংক্রান্তে তিনি রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

সেই সাথে তিনি টাকার প্রকৃত মালিককে যথোপযুক্ত প্রমাণ সাপেক্ষে রমনা থানা পুলিশের নিকট থেকে উল্লেখিত টাকা সংগ্রহ করার জন্য অনুরোধ জানান। পুলিশ পরিদর্শক মোঃ মশিউর রহমান বলেন, আমার রাষ্ট্রীয় কর্মচারি, সর্বদা দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখি। মানুষের বিপদে আমরাই আগে সাড়া দেই, এগিয়ে যাই। তাই সততা আমাদের কাজের আরেকটা অংশ।

শেয়ার করুন: