ছবি: ইন্টারনেট

একাদশে ভর্তি হতে লাগবে অভিভাবকের এনআইডি কার্ডের নম্বর

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, একাদশ শ্রেণিতে ভর্তি হতে মা-বাবার এনআইডি কার্ডের নম্বর লাগবে। আজ রোববার (১২ মে) দুপুরে ঢাকা শিক্ষা বোর্ড মিলনায়তনে অনলাইনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন শেষে এ কথা জানান তিনি।

তিনি বলেন, এবারই প্রথম ভর্তি পরিক্ষায় অভিভাবকের ন্যাশনাল আইডি কার্ডের নম্বর বাধ্যতামূলক করেছি। এরপরও যদি কেউ প্রতারণা করে, তাহলে তাকে দমন করার জন্য আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব।

শিক্ষা উপমন্ত্রী বলেন, একাদশ শ্রেণিতে ভর্তি পরিক্ষায় কেউ যেন প্রতারণার আশ্রয় নিতে না পারে সেজন্য এবার আরও কিছু প্রক্রিয়ার পরিবর্তন আনা হয়েছে। এতে করে কেউ ভর্তি পরীক্ষায় অসৎ পন্থা অবলম্বন করতে পারবে না।

যেসব প্রতিষ্ঠানে পাসের হার ৭০ শতাংশ, সেগুলোকে ‘এ’ শ্রেণি, ৫০-৭০ শতাংশ পাসের হার প্রতিষ্ঠানকে ‘বি’ শ্রেণি এবং যেসব প্রতিষ্ঠানের পাসের হার ৫০ শতাংশের কম সেগুলোকে ‘সি’ শ্রেণিতে রাখা হয়েছে।

এর ফলে একজন শিক্ষার্থী আবেদন করার সময় জানতে পারবে, তার পছন্দের কলেজটি কোন শ্রেণিতে পড়েছে। এসএসসির ফলাফলের ভিত্তিতে তার ওই কলেজে ভর্তি হওয়ার সুযোগ কতটা সেই ধারণাও সে অনায়াসে পেয়ে যাবে।

উল্লেখ্য, গত কয়েক বছরের মত এবারও মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

শেয়ার করুন: